শাবিপ্রবির ভর্তি পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ AM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু নির্দেশনা ও তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। অসামঞ্জস্য থাকা তথ্য আপডেট করার পাশাপাশি উপস্থিতির সময়, ক্যালকুলেটরের তালিকা ও প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এসব তথ্য ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার প্রতি আসনের জন্য ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ওয়েবসাইটে জানানো হয়েছে, টেলিটক থেকে প্রাপ্ত তথ্য হালনাগাদ না থাকায় বা শিক্ষার্থী কর্তৃক ভূল এসএসসি তথ্য দেওয়ায় যে সব শিক্ষার্থীর এইচএসসি/এসএসসি পরীক্ষার জিপিএ, শিক্ষার্থীর/পিতার/মাতার নাম ইত্যাদিতে অসামঞ্জস্য রয়েছে তা ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্বে আপডেট করা হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ভর্তি কমিটি কর্তৃক সংশোধিত ক্যালকুলেটর মডেলের তালিকাও প্রকাশ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ-১ ও এ-২ ইউনিটের শিক্ষার্থীদেরকে বেলা আড়াইটায় এবং ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের সকাল ১০টায় সংশ্লিষ্ট পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এবার পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের (ইউনিট ভিত্তিক) ভর্তি পরীক্ষার রোল নম্বর প্রবেশপত্রের সাথে জানিয়ে দেয়া হবে। ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২৫০টি। ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ১০৭ জন্য শিক্ষার্থী।
আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ যাচ্ছে মাউশির অধীনে
এ ছাড়া ১০৫টি কোটার আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা–শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত।
ভর্তি পরীক্ষা কবে, কোথায়
২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা শাবিপ্রবি কেন্দ্রের পাশাপাশি একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে।
এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্য ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা। আর ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফল ভিত্তিতে নির্ধারিত হবে। বহুনির্বাচনি পরীক্ষায় চারটি অপশন থাকবে। পরীক্ষার চার থেকে পাঁচ দিন আগে থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে (https://admission.sust.edu.bd/) প্রকাশ করা হবে।