জাবিপ্রবিতে খুলনা বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা
- জাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ PM

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়।
সুরের আবহে অনুষ্ঠানের সূচনা হয় বাউল সম্রাট লালন শাহের কালজয়ী গান ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ দিয়ে, যা খুলনা বিভাগের ঐতিহ্যের সঙ্গে নবীনদের পরিচয় করিয়ে দেয়। পরবর্তী সময়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিভাগের বিভিন্ন জেলার পরিচিতি তুলে ধরা হয়।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছিল বিশেষ আয়োজন। ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে তাদের বরণ করা হয়। তবে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে যশোরের ঐতিহ্যবাহী গুড়ের ও নারিকেলের তৈরি ভাপা পিঠা, যা অতিথি ও শিক্ষার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে নবীন ও প্রবীণরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এতে পুরো অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন, যা নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
শুধু সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ ছিল না এ আয়োজন। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে ঐতিহ্যবাহী ‘হাঁড়িভাঙা’ ও ‘বালিশ খেলা’। এ ছাড়া বিশেষ আকর্ষণ ছিল লটারি, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন উপহার জিতে নেন।
আরও পড়ুন: কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের অভিজ্ঞতা ও স্মৃতির কথা শেয়ার করেন, যা নবীনদের জন্য দিকনির্দেশক হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কৃতী সন্তান ও জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন। আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হুদা, এবং প্রাইম ব্যাংকের জামালপুর ব্রাঞ্চের প্রধান মো. সাইফুর রহমান।
খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের ইজাজ আহমেদ ও সাবরিনা আক্তার প্রমির সঞ্চালায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি।