রুয়েটের ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন সংক্রান্ত সব সেবা অনলাইনে
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:২১ PM
![রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168678_136.jpg)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন সংক্রান্ত সব সেবা অনলাইন সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) অনলাইনে ক্লিয়ারেন্স উত্তোলন করে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রুয়েটের সাবেক শিক্ষার্থীরা।
পুরকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ বলেন, আমরা অনলাইনে ক্লিয়ারেন্স সংগ্রহ করলাম। অতীতে ক্লিয়ারেন্স সংগ্রহ করতে স্বশরীরে বিভিন্ন বিভাগের হল, ল্যাব ও বিভাগীয় প্রধানের কাছে অর্ধশত স্বাক্ষর গ্রহণ করতে হতো। অনেক সময় শিক্ষকদের সময়মতো পাওয়া যেত না। এতে ভোগান্তির শিকার হতো শিক্ষার্থীরা। অনলাইন সিস্টেম হওয়ার কারণে সময়, শ্রম ও ভোগান্তি কমে গেছে। এ জন্য রুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানাই।
অনলাইনে যেসব সেবা পাওয়া যাবে:
১. অনলাইন ক্লিয়ারেন্স পদ্ধতি, ২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়িত কপি, ৩. সনদ ভেরিফিকেশন, ৪. বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিনামূল্যে কাগজপত্র ভেরিফিকেশন।
নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে পেমেন্ট প্রদান করা সাপেক্ষে একজন শিক্ষার্থী সশরীরে এসে বা কুরিয়ারযোগে তার কাগজপত্র গ্রহণ করতে পারবে।
এ ছাড়া অনলাইন সিস্টেমের পাশাপাশি খরচের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হয়েছে। মূল সনদের প্রত্যয়নে প্রতি পৃষ্ঠা ২০ মার্কিন ডলারের পরিবর্তে ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। ট্রান্সক্রিপ্ট প্রত্যয়নের ক্ষেত্রে প্রতি পৃষ্ঠা বাবদ ২০ মার্কিন ডলারের পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অতীতে বিদেশে উচ্চশিক্ষায় পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের কাগজপত্র ইমেইল ভেরিফিকেশনে ২০ মার্কিন ডলার খরচ হলেও এখন তা বিনামূল্যে করাতে পারবেন।
এ বিষয়ে রুয়েট আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব বলেন, অটোমেশনে আসার আগে শিক্ষার্থীদের বিভিন্ন দপ্তরে ঘুরে সিগনেচার নিতে হতো। এতে শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হতেন। আমরা ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন সংক্রান্ত সেবাগুলো অনলাইনে নিয়ে এসেছি। আমাদের পরিকল্পনা হচ্ছে চলতি বছরের মধ্যে পুরো রুয়েটকে অটোমেশনের আওতায় নিয়ে আসা। এখানে শিক্ষার্থীরা ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন, কোর্স রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, হল সেবা সংক্রান্ত চার্জ, লাইব্রেরি সেবা সংক্রান্ত চার্জসহ সব সেবা অনলাইনে একটা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে।