২২ শিক্ষক-কর্মচারীকে শিক্ষা মন্ত্রণালয়ে তলব

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৫ অক্টোবর বেলা ১১টায় তাদের মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব খালেদ আক্তারের দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ জন শিক্ষক-কর্মচারীকে আলাদা চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিআইএ ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন ও নিরীক্ষা করে। ডিআইএর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করলে মন্ত্রণালয়ের ‘প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি’ এগুলো পর্যালোচনা করে। পর্যালোচনায় পাওয়া অভিযোগের বিষয়ে অভিযুক্তদের শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে ওই শিক্ষক-কর্মচারীদের তলব করা হয়েছে।

তলব করা শিক্ষক-কর্মচারীদের তালিকায় আছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক বিপ্লব রানী সুশীল, সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক দিলীপ কুমার ঘোষ, সাতক্ষীর সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক রাবেয়া সুলতানা, আশাশুনি উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সঞ্জীব কুমার ঢালী, একই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সামাদ সরদার, সাবেক সহকারী শিক্ষক সুলতান আহমেদ, একই স্কুলের গাইন মোক্তার।

এ তালিকায় নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধিকা বেগম, নওগাঁর পত্নীতলা তকিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক দীপক কুমার মন্ডল, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিন গ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, একই স্কুলের সহকারী শিক্ষক মো. ছাইদুল ইসলাম, সহকারী শিক্ষক মোছা. কহিনুর আখতার, সহকারী শিক্ষক মঈনউদ্দিন, সহকারী মো. আব্দুল হাকিম, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, অফিস সহকারী আব্দুল হান্নান, এমএলএসএস আলেয়া বেগম, এমএলএসএস মো. আব্দুস সাত্তার, এমএলএসএস মো. মোতাহার আলী রয়েছেন।

তালিকায় আরও আছেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়া হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চবিদ্যালয়ের সহকারী মেরিনা খাতুন, একই স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ারুল হক এবং সহকারী শিক্ষক নিরঞ্জন সরকার।


সর্বশেষ সংবাদ