ফেসবুকে ‘মৃত’ নোবেল, পোস্ট দিয়ে চাইলেন সহায়তা

  © সংগৃহীত

ফেসবুকে এবার ‘মৃত’ ঘোষণা করা হলো আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলকে। তার ভেরিফায়েড পেজ নোবেল ম্যানকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্টটিতে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে পোস্ট দিয়ে নোবেল জানালেন, এটা বিভ্রান্তিকর। উল্টো তার পেজ থেকেই তিনি ‘রিমেম্বারিং’ থেকে বাঁচতে সহায়তা চাইলেন। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নোবেল লেখেন, ‘‘আমার পেজে কিছুদিন যাবত ‘রিমেম্বারিং’ লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান।’’  এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বর জুড়ে দিয়েছেন।

এর আগে দেশের একাধিক শিল্পীর প্রোফাইল থেকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, অন্যদের করা রিপোর্টে এমনটা করেছে তারা। দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন।

এমনটা হয়েছে লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশসহ বেশ কয়েকজনের বেলায়। সবশেষ গত ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) পর একই জটিলতায় পড়েন চিত্রনায়ক শরিফুল রাজ।


সর্বশেষ সংবাদ