যাত্রা শুরু করল ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’

  © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’। সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো আয়োজনে অ্যাপটি উদ্বোধন করা হয়। অ্যাপটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর সিয়াম্যাক কামালি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবীন; শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান এবং শেয়ার ট্রিপের ডিরেক্টর তানভীর আলী।

অনুষ্ঠানে বক্তারা একটি প্যানেল আলোচনায় অংশ নেন। দেশের একদল মেধাবী তরুণের তৈরি ‘শেয়ার ট্রিপ’-এর উন্নতমানের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ ও ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে।

শেয়ার ট্রিপ অ্যাপে ব্যবহারকারীরা কোনো কিছু বুক করা বা তাদের বুকিংটি শেয়ার করার মাধ্যমেও ট্রিপ কয়েন জিতে নিতে পারেন। পরবর্তী সময়ে এ ট্রিপ কয়েন তারা ফ্লাইট, হোটেল, হলিডে বুকিংসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এমনকি স্পিন টু উইন খেলে তারা আরও জিতে নিতে পারেন ফ্রি ট্রিপ, এয়ার টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার।


সর্বশেষ সংবাদ