ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ০৫:৫৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১২:৪৫ PM
জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক জাতীয় বারোয়ারি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে এই বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ড. মো. আবদুর রাজ্জাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ।
প্রতিযোগিতায় বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ইশরাক জাহান নূর ইভা, দ্বিতীয় হয়েছেন আফ্রিদা জিননূরাইন উর্বী ও তৃতীয় হয়েছেন খাদিজা শারমীন অন্তরা।
বক্তৃতায় ১ম হয়েছেন আফরোজী সাচ্চু শাহনেওয়াজ, দ্বিতীয় হয়েছেন এ এস এম কামরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন রিফাত আফসার খান।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।