নতুন বিতার্কিক পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন 'কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি'র আয়োজনে তৃতীয়বারের মত ডিবেটর সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

তৃতীয় ডিবেটর সার্চ প্রোগ্রামের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে অাইন বিভাগ ও রানার্সঅাপ হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন অাইন বিভাগের মো. তরিকুল ইসলাম। এছাড়াও এ প্রোগ্রামের মাধ্যমে বেশ কয়েকজন নতুন বিতার্কিক নিজেদেরকে ক্যাম্পাস পরিসরে তুলে ধরেছেন।

সমাপনী অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব হোসেন সানির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের এবং সোসাইটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকত।

এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।


সর্বশেষ সংবাদ