অভিনব উপায়ে এক রাতেই পাঁচ বাড়িতে সিদ কাটল চোর, লুট টাকা ও স্বর্ণালঙ্কার!

পাঁচটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে
পাঁচটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে  © টিডিসি ফটো

পিরোজপুরের নেছারাবাদে এক রাতে একই গ্রামে পাঁচটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। চেতনা নাশক স্প্রে ছিটিয়ে ঘুমের মধ্যেই ঘরে ঢুকে এসব চুরি করেন দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের কুহুদশকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের ঘরে চোরেরা সিঁধ কেটে ঢোকে। সবাই ঘুমিয়ে থাকায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি। ভোরে ঘুম ভাঙার পর দেখা যায়, ঘরের জানালা বা দেয়ালের নিচে সিঁধ কাটা এবং আলমারি, বাক্স, ড্রয়ার খোলা। ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

ভুক্তভোগী রিপন বৈদ্য বলেন, কয়েকদিন আগে গরু বিক্রি করে এক লাখ ১০ হাজার টাকা ঘরে রেখেছিলাম। ঈদের ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকায় জমা দিতে পারিনি। সব টাকা নিয়ে গেছে চোর।

আরেক ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, রাত আড়াইটার দিকে গরুর খোঁজখবর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যবহৃত দুটি সোনার চেন নেই।

এলাকার ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন জানান, চুরির খবর পেয়ে আমি সরেজমিনে গিয়ে থানায় জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্প্রতি এলাকায় কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করছি, হয়তো তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত।

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, এলাকায় কয়েকদিন ধরেই চুরির ঘটনা বাড়ছে। একই ধরনের কায়দায় রাতের বেলায় বাড়িতে ঢুকে চুরি করা হচ্ছে। এলাকার কিছু বখাটে কিশোরের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে এক গ্রামের পাঁচ বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, রাতে নিয়মিত টহল ও সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারিতে আনলে এমন ঘটনা কমে আসবে।


সর্বশেষ সংবাদ