খালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

খালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
খালে মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন  © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন (৬০) ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পূর্বের জমে থাকা বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এসময় মোশারফ ঘটনাস্থলে নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা জানার পর বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ সংবাদ