ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১২:৫৯ PM

ঢাকা-ভৈরব বাজার রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল পৌনে সাতটায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।
নতুন ট্রেনের যাত্রা উপলক্ষে ভৈরব বাজার জংশনে ছিল সাজসাজ রব। ট্রেন পেয়ে উচ্ছ্বসিত বন্দরনগর ভৈরবের মানুষ। অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে খুশি তারা। বুধবার ভোর হওয়ার পর থেকে ভৈরব স্টেশনে ভিড় করেন যাত্রী ও স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে।
আরও পড়ুন: কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন দেওয়া হলে মেনে নেওয়া হবে না: নাহিদ
স্থানীয়রা জানান, এই ট্রেনের মাধ্যমে ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের ভেতরে যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই রেল যোগাযোগ।