ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড নিয়োগ দেবে ১১—২০তম গ্রেডে, আবেদন সরাসরি-ডাকযোগে

১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৭ কর্মী নিয়োগে আবেদন চলছে ক্যান্টনমেন্ট বোর্ড এবং বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানে
১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৭ কর্মী নিয়োগে আবেদন চলছে ক্যান্টনমেন্ট বোর্ড এবং বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়, ঢাকা ক্যান্টনমেন্ট। প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট বোর্ড এবং বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৭ কর্মী নিয়োগে ১৩ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড;

১. পদের নাম: ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,৫৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৬৯

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৩. পদের নাম: কার্যসহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৪. পদের নাম: গাড়িচালক (হালকা);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪

৫. পদের নাম: ওটি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

৬. পদের নাম: ডেসপাচ রাইডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: সরকারি কর্মচারী হাসপাতালে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৯১

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ১৮—৩২ বছর (১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

আবেদনপত্র সংগ্রহ যেভাবে: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন;

আবেদন ফি—

সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ৪০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা এর অনুকূলে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদন পাঠাবেন যে ঠিকানায়: ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ