বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই নিয়ে ‘মব’ শঙ্কা, বাংলা একাডেমির কী সিদ্ধান্ত?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১২ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ PM
![বইমেলার আয়োজন নিয়ে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/168674_138.jpg)
পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যতবার অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হয়েছে, ততবারই বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে। সেসব বই এবারও যদি বইমেলায় প্রদর্শিত হয়, তাহলে ‘মব’ কিংবা স্টলে ‘হামলা’ হওয়ার প্রবল আশঙ্কা করছেন অনেকেই। এ অবস্থায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি কী ব্যবস্থা নেবে, তা নিয়ে চলছে চর্চা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নতুন আবহে আয়োজিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মেলার বিস্তারিত আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে একাডেমি।
সেখানে মব সংস্কৃতির আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘মবের আশঙ্কা কে না করে? বিশৃঙ্খলা প্রতিরোধে আমাদের প্রস্তুতি আছে কিনা, সে প্রশ্ন করতে পারেন। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। মিটিংয়ের পর মিটিং করে আমাদের সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
তিনি আরো বলেন, দেশ-জাতি-নীতিবিরুদ্ধ কোনো বই প্রদর্শিত হলে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বাংলা একাডেমি রাখে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই প্রদর্শন করতে কোনো বাধা নেই। সেক্ষেত্রে বিশৃঙ্খলা হলে বাংলা একাডেমি সুরক্ষা দেওয়ার দায়িত্বে পড়ে না। আমরা পুলিশ ফোর্স নই। কোনো বিশৃঙ্খলা হলে বাংলা একাডেমি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের অবগত করবেন।
অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলার প্রেক্ষাপট ভিন্ন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সেই অভ্যুত্থানের বিষয়গুলো নানাভাবে ফুটিয়ে তোলা হবে এবারের অমর একুশে মেলায়। থাকছে ‘জুলাই চত্বর’। পাশাপাশি, বিভিন্নভাবে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানকে।
জানা গেছে, এবার মেলার রঙ হিসেবে বেছে নেয়া হয়েছে লাল, কালো ও সাদা। বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রতীক সাদা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলার এবারের প্রতিপাদ্য– ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।