এমআইএসটির ভর্তি পরীক্ষা আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ PM

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)। সকাল ১০টা থেকে শুরু হওয়া দুই শাখার পরীক্ষা তিনটি ধাপে বিকেল ৫টায় শেষ হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের পরীক্ষা ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আর দু’দিন
এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত বছরের ২০ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমআইএসটি। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।