ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে আজ থেকে আবেদন শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১২ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
কলেজ/ইনস্টিটিউটগুলো হলো-
তিনটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ; ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল।
চারটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজ: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), সাভার, ঢাকা; শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর, ঢাকা; কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ এবং সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা।
আবেদনের যোগ্যতা
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IGCSE/O-Level এবং IAL/GCE/A-Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। IGCSE/O-Level এবং IAL/GCE/A-Level বা বিদেশি ডিগ্রিধারীদেরকে নিচের লিংক ব্যবহার করে অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সমতা নিরূপণের পর প্রাপ্ত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান রোল নম্বর ব্যবহার করে সাধারণ আবেদনকারীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-২ এর যোগ ন্যূনতম ৬.৫০ হতে হবে। তবে প্রার্থীর উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।
ভর্তি পরীক্ষা
২৬ এপ্রিল ২০২৫ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে শুধু ঢাকায়।
ভর্তি পরীক্ষা নম্বরপদ্ধতি
ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১২০টি প্রশ্নে ১২০ নম্বরে পরীক্ষায় পদার্থে ৩৫, রসায়নে ৩৫, গণিতে ৩৫ ও ইংরেজিতে ১৫ নম্বর থাকবে।
আবেদন ফি: ৮৫০ টাকা।
অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।