চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ
শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ  © সংগৃহীত

নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সিনিয়র চালক সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান দাবি করেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ রিপনের নেতৃত্বে তৌফিক আহমেদসহ কয়েকজন হামলা চালিয়ে নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া, সাদ্দাম মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে গুরুতর আহত করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার এসব কার্যকলাপের জন্য জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছেন। এতে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই চাঁদাবাজি বন্ধে জরুরি ভিত্তিতে শ্রমিক দলসহ প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।


সর্বশেষ সংবাদ