নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

সাহাব উদ্দিন রাসেল
সাহাব উদ্দিন রাসেল  © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সাহাব উদ্দিন রাসেল নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।  

রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অডিও ক্লিপের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহাব উদ্দিন রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।' 

বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার ( সাহাব উদ্দিন রাসেল) সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, সাহাব উদ্দিন রাসেল সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন।


সর্বশেষ সংবাদ