মেয়ের গাইড বই কিনতে গিয়ে প্রাণ হারালেন বাবা

মিজানুর রহমান কিরণ
মিজানুর রহমান কিরণ  © টিডিসি সম্পাদিত

মেয়ের জন্য গাইড বই কিনতে গিয়ে প্রাণ হারালেন বাবা। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার সোনাপুর-মাইজদী সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে দিবাগত রাত ২টার মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে, সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মাইজদী থেকে মেয়ের জন্য গাইড বই আনতে রওনা হন তিনি। সদর উপজেলা পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা   উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তারপর রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের ছেলে মিজানুর রহমান কিরণ। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই ব্যাক্তি। দৈনিক সমাজ সংবাদের কবিরহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও, তার পরিচয় ছিল মানুষের বন্ধু হিসেবে।

তার মৃত্যু যেন একটি পরিবারের মাথার ছাদকে ভেঙে ফেলে। তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পরিবারে তিনি ছিলেন ছায়া, সেই পরিবার আজ অনাথ। তার বড় মেয়ে আজরিন, যিনি সম্প্রতি ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন, বাবার এমন বিদায়ে নির্বাক পরিবারের সদস্যরা।  

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে পদুয়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেওয়া শত শত মানুষের চোখে ছিল অশ্রু। এলাকাবাসী একসঙ্গে বলছিলেন, এমন মানবিক মানুষকে হারানো শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।  

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান এবং দলের সদস্য গোলাম মোমিত ফয়সাল। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 


সর্বশেষ সংবাদ