সেক্রেটারিই হলেন রাবি শিবিরের নতুন সভাপতি— অনার্সে ফল ৩.৭৬, মাস্টার্সে ৩.৯২!

মোস্তাকুর রহমান জাহিদ
মোস্তাকুর রহমান জাহিদ  © টিডিসি সম্পাদিত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পথ অনুসরণ করল সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। ২০২৪-২৫ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, যিনি এর আগের সেশনে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ঘোষণার মাধ্যমে তার নাম ঘোষণা করেন।  

বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের এই শিক্ষার্থী অনার্স শেষ করেছেন সিজিপিএ-৩.৭৬ নিয়ে। তাছাড়া মাস্টার্সের প্রথম সেমিস্টারে তার সিজিপিএ-৩.৯২, বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা চলছে।

আরও পড়ুন: সেক্রেটারি থেকে সভাপতি— শিবিরের ৩৩ সভাপতির মধ্যে ৩০ জনই একই পথ অনুসরণ

ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী মোস্তাকুর এর আগে সংগঠনের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও মিডিয়া সম্পাদক, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক, বায়তুলমাল সম্পাদক এবং শিক্ষা ও এইচআরএম সম্পাদকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।  

অধ্যয়ন জীবনে তার অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ লাভ করেন। ব্যক্তিগত জীবনে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাসিন্দা মোস্তাকুর একজন মাদ্রাসা শিক্ষকের সন্তান। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।  

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ তার অসাধারণ নেতৃত্ব, একাডেমিক সাফল্য এবং সংগ্রামী মানসিকতার জন্য সংগঠনের নেতা-কর্মীদের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে উঠেছেন।  


সর্বশেষ সংবাদ