পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনে চবির ৮ শিক্ষার্থী
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ PM
পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারীদের বিচারসহ ৯দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ শিক্ষার্থী।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অনশনে বসেন তাঁরা। এসময় অন্যান্য অনেক শিক্ষার্থীকে তাদের দাবির সাথে সংহতি জানাতে দেখা গেছে।
অনশনে বসা ৮ শিক্ষার্থী হলেন- জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী মো. শুভ হোসেন, সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ইতিহাস বিভাগের শিক্ষার্থী রশিদ দিনার, ইসলামের ইতিহাস বিভাগের তানিম মুশফিক, আইন বিভাগের সাইরিব রহমান সুপ্ত, রাজনীতি বিজ্ঞানের মো. হিমেল খান, আশিকুর রহমান ও ইসলামিক স্টাডিজ বিভাগের সৌরভ সরকার পূর্ণ।
অনশনে বসা জুলাই আন্দোলনে এক চোখ হারানো শিক্ষার্থী মো. শুভ হোসেন বলেন, পৌষ্য কোটা সম্পূর্ণ একটি অযৌক্তিক কোটা। এ কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। জুলাই আন্দোলনে আহতরা এখনও কাতরাচ্ছে। কিন্তু হত্যাকারীদের কোন উল্লেখযোগ্য বিচার হয়নি। ৯ দফা দাবিতে আমরা অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।
অনশনরত ২০১৯-২০ শিক্ষাবর্ষে আইন বিভাগের আরেক শিক্ষার্থী সাইরিব রহমান সুপ্ত বলেন, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের বিচার চাই। পৌষ্য কোটাসহ ৯ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছি। যতদিন এসব দাবি বাস্তবায়ন না হবে ততদিন এ অনশন চলবে।
উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪টা) অবস্থান কর্মসূচি ও অনশন চলমান রয়েছে।