বুটেক্সের কোন কেন্দ্রে কতজন ভর্তি পরীক্ষা দেবেন?

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী শুক্রবার (১২ আগস্ট) ভরি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাজধানীর পাঁচটি কেন্দ্রে বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। মোহাম্মদপুর সরকারি মডেক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সিটি কলেজ ও বুটেক্স কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস পরিবর্তন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন দুই হাজার ৯৯ জন (রোল ১০০০০১-১০২১০০), মোহাম্মদপুর সরকারি মডেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৯৯৯ জন (১০২১০১-১০৪১০০), ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কেন্দ্রে দুই হাজার ৪৯৯ জন (১০৪১০১-১০৬৬০০), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দুই হাজার ৯৯৯ জন (১০৬৬০১-১০৯৬০০) এবং বুটেক্স কেন্দ্রে তিন হাজার ২৬২ জন (১০৯৬০১-১১২৮৬৩) অংশগ্রহণ করবেন।

এবারও ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা হবে, যেখানে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে।


সর্বশেষ সংবাদ