বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ জানা যাবে বিকালে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১১:৪৫ AM , আপডেট: ০৬ এপ্রিল ২০২২, ১১:৪৫ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ আজ বুধবার (৬ এপ্রিল) জানা যাবে। এদিন দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
সূত্র জানায়, ৪ এপ্রিল (সোমবার) ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে সেই তারিখটি চূড়ান্ত করা হবে। এর আগে গত রবিবার ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির একটি সভা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক বলেন, ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রাথমিকভাবে একটা তারিখ ঠিক করেছি। এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে
বুয়েট ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার তারিখসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুপুর দুইটায় একাডেমিক কাউন্সিলের একটি সভা হবে। সভায় সার্বিক দিক বিবেচনা করে ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।