ঢাবির চারুকলা ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়েছে চলে সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এদিন সকাল ১১.১৫টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩০টি আসনের বিপরীতে ৭০৫২ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে আসনপ্রতি লড়াই করছেন ৫৪ জনের বেশি ভর্তিচ্ছু।

আরও পড়ুন: ঢাবির চারুকলা ইউনিটের পরীক্ষা আজ, ভর্তিচ্ছু ৭ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে নেয়া হলেও প্রতিবারের মতো এবারও শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ