গুচ্ছের বিজ্ঞানের পরীক্ষায় ইবিতে অংশ নেবেন ৫ হাজার ভর্তিচ্ছু

গুচ্ছের বিজ্ঞানের পরীক্ষায় ইবিতে অংশ নেবেন ৫ হাজার ভর্তিচ্ছু
গুচ্ছের বিজ্ঞানের পরীক্ষায় ইবিতে অংশ নেবেন ৫ হাজার ভর্তিচ্ছু  © ফাইল ছবি

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৩ জুন)।  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে  অংশ নেবে ৪ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনে ১ হাজার ৩০৪জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৮৮৯ জন, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে ৯১৫ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৬০৯ জন পরিক্ষার্থী অংশ নেবে।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

আরও পড়ুন: গুচ্ছের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি ১৭ জন

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।

গুচ্ছ ভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রসহ আটটি উপকেন্দ্রে।


সর্বশেষ সংবাদ