যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় হাদির গায়েবানা জানাজা

২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ PM
যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় হাদির গায়েবানা জানাজা

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় হাদির গায়েবানা জানাজা © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও মালয়েশিয়ায় ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ওয়াশিংটনে ও বাদ মাগরিব মালয়েশিয়ায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, বাদজুমা স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে জানাজা নামাজে ইমামতি করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা।

রাষ্ট্রদূত মুশফিক জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহিদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল গণতান্ত্রিক ও অধিকার আদায়ের সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণার অনির্বাণ শিখা হিসেবে বেঁচে থাকবেন। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা স্থানীয় অধিকার সংগঠন সেভ বাংলাদেশ আয়োজিত এই জানাজায় শরিক হওয়ার জন‍্য বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের প্রতি তিনি নিজের এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মুশফিক।

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, গোমবাগের সেন্ট্রাল মসজিদে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

উপস্থিত প্রবাসীরা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫