আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সামনে ভারতীয়দের অবস্থান

১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ PM
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নিয়েছেন ভারতীয়রা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নিয়েছেন ভারতীয়রা © সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় সাত অঙ্গরাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার ‘হুমকি’র প্রতিবাদে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে একটি যুব সংগঠন। এ ঘটনায় দপ্তরের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহকারী হাইকমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ত্রিপুরা হাইকমিশনের সামনে অবস্থান নেওয়া সংগঠনটির নাম ‘ইউথ তিপরা ফেডারেশন।’ এটি ত্রিপুরা বিধানসভার প্রধান বিরোধী দল ‘তিপরা মোথা’র যুব সংগঠন।

সহকারী হাইকমিশনের সামনে অবস্থান নেওয়া সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন ছোট-বড় নেতা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উস্কানিমূলক।

তারা বলেন, এই ধরনের বক্তব্য শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও হুমকিস্বরূপ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দপ্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর এই সহকারী হাই কমিশনারের দপ্তরে হামলা চালিয়েছিল কিছু হিন্দুত্ববাদী সংগঠন।

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫