জুলাই আন্দোলনে হামলাকারী জাবি ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৬ PM
জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল

জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল © সংগৃহীত

গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

জানা যায়, সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) ও ১০ নম্বর হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) আবাসিক শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপকৃষি-বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সরোয়ার শাকিল গতবছরের ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত এবং এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার ৯৬ নম্বর আসামি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাকিল  দিনের পর পর দিন বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। তিনি ছিনতাই, নারী কেলেংকারি, চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট, বাকি খাওয়া, রুম দখলসহ গত বছর ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশগ্রহণকারী। 

তেজগাঁও থানার কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামি ফেসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে চালান করা হয়েছে।’

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫