গাঁজাসহ নারী ও শিশু আটক করে পুলিশে দিলেন ডাকসু নেতারা

১১ নভেম্বর ২০২৫, ০২:০৫ AM
মাদক বিক্রেতা এক নারী ও ডাকসু নেতা-পুলিশ সদস্য

মাদক বিক্রেতা এক নারী ও ডাকসু নেতা-পুলিশ সদস্য © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান চালিয়ে গাঁজাসহ নারী ও শিশুসহ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে শাহবাগ থানায় দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবক সম্পাদক এবি জুবায়ের ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন কালি মন্দিরের গেইট ও কার্জন হলের সামনে থেকে তাদের হাতেনাতে ধরা হয়।  

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও ডাকসু নেতাদের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে রমনা কালি মন্দিরের সামনে থেকে একজন মাদক বিক্রেতা নারীকে আটক করে। পরে ঐ মাদক বিক্রেতার দেয়া তথ্য অনুযায়ী কার্জন হলের সামনে থেকে আরেক জনকে আটক করে শাহবাগ থানায় দেয়া হয়।  

এ বিষয়ে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় যারা এই ধরনের মাদক সিন্ডিকেট তৈরি করছে, যারা এই মাদকের গ্রাহক এবং বিক্রেতা। একই সাথে যে সকল রাজনৈতিক নেতারা এই মাদক সিন্ডিকেটকে আশ্রয় প্রশ্রয় দেয় প্রত্যেকটি সিন্ডিকেটের মুখোশ আমরা খুলব।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫