চাকসু নির্বাচন

১২ মাসে ৩৩ সংস্কারের ইশতেহার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ PM
চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এর ইশতেহার ঘোষণা করা হয়েছে। ১২ মাসে ৯টি ফোকাস পয়েন্ট ও ৩৩ দফা সংস্কারের ইশতেহার দিয়েছে প্যানেলটি। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

৩৩ দফা ইশতেহারের মধ্যে রয়েছে- আবাসন সংকট নিরসন ও উন্নয়ন, শাটলের সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সার্ভিস, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, সেশনজট নিরসন করা, কটেজ-মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধা, নিয়মিত চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎসাহ ও বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, গ্রিন ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস, হল ও ফ্যাকাল্টিভিত্তিক সমস্যা সমাধান, প্রেয়ার রুম উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ ও সকল জাতিগোষ্ঠীর অধিকার, অটোমেশন পদ্ধতি চালুকরণ, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষাবৃত্তি, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি, লিগ্যাল এইড সেল গঠন, অফিসিয়াল ই-মেইলের সহজলভ্যতা, অ্যালামনাইদের সাথে সমন্বয়, মেন্টাল হেলথ কাউন্সিল এবং অন-ক্যাম্পাস জব চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

ঘোষিত ইশতেহারে ৯টি ফোকাস পয়েন্ট রেখেছে প্যানেলটি। এগুলো হলো- আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস, সেশনজট নিরসন, অটোমেশন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার,  নারীবান্ধব ক্যাম্পাস এবং ওয়েলফেয়ার কার্যক্রম।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক গ্রেপ্তার

ইশতেহার ঘোষণা শেষে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা প্রচারণাকালে শিক্ষার্থীদের কাছ থেকে মৌলিক সমস্যাসহ অন্যান্য সমস্যা ও প্রত্যাশা ইশতেহারে তুলে ধরেছি। আমরা ১২ মাসে ৩৩টি দফা বাস্তবায়নের জন্য কাজ করব। এর মধ্যে ৯টি পয়েন্টকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। আমরা নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কাজগুলো করার চেষ্টা করব।’

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নাসহ প্যানেলের বাকি সদস্যরা। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনে ১৫টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫