যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য: শিবির সভাপতি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) ফল প্রকাশের পর দেওয়া এক স্ট্যাটাসেই এই অভিনন্দন জানান তিনি। জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।’

তিনি আরও বলেন, ‘কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।’

এর আগে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় এই সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে।

জানা গেছে, স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন আব্দুর রশিদ জিতুর নাম। ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ৩৯৩০ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। এ ছাড়াও ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে এজিএস (পুরুষ) হিসেবে ২৩৫৮ ভোট পেয়ে ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) ৩৪০২ ভোট পেয়ে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫