উমামার হলে কে কত ভোট পেলেন?

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ AM
সাদিক কায়েম, উমামা ফাতেমা ও আবিদুল ইসলাম খান

সাদিক কায়েম, উমামা ফাতেমা ও আবিদুল ইসলাম খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের সুফিয়া কামাল হলের ১২৭০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত এক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। এই হলের বাসিন্দা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী। তিনি ভোট পেয়েছেন ৫৪৭টি। এ হিসেবে উমামার তুলনায় দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন সাদিক কায়েম। 

এ ছাড়া সুফিয়া কামাল হলে ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদ ৪২৩ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী কাদের ৫৫ ভোট পেয়েছেন। ভোটের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।

হলটিতে জিএস পদে শিবিরের এসএম ফরহাদ ৯৬৪, ছাত্রদলের হামিম ৪০২, বাগছাসের বাকের ২১৬, প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার ৫০৭ এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪২৮ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবিরের মহিউদ্দিন ১১৩৫ এবং ছাত্রদলের মায়েদ ৩৯৭ ভোট পেয়েছেন।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫