যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। যেখানে জানানো হবে—টিকটকের মার্কিন অপারেশন বিক্রির জন্য আলোচনায় থাকা চুক্তি কংগ্রেসে পাশ হওয়া আইনের শর্ত পূরণ করছে।

২০২৪ সালে মার্কিন কংগ্রেস এমন একটি আইন পাস করেছিল, যেখানে বলা হয় চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানায় টিকটক যুক্তরাষ্ট্রে চলতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার যুক্তি দেখিয়ে অ্যাপটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসন বিলম্বিতভাবে মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মার্কিন শাখা আলাদা করার উদ্যোগ নেয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। ট্রাম্প নিজেও এই প্ল্যাটফর্মে সক্রিয়—তার অনুসারী ১ কোটি ৫০ লাখ। তিনি দাবি করেছেন, টিকটক তার পুনর্নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া হোয়াইট হাউস সম্প্রতি একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।

নতুন নির্বাহী আদেশে হোয়াইট হাউসের মধ্যস্থতায় টিকটকের মার্কিন অপারেশন বিক্রির চুক্তি আইনের শর্ত পূরণ করছে। আইন বাস্তবায়নের সময়সীমা আবারও বৃদ্ধি করা হবে এবং মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মালিকানা কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চালু থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আদেশ কার্যকর হলে টিকটক মার্কিন বাজারে টিকে থাকবে, তবে সম্পূর্ণ ভিন্ন মালিকানায়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ প্রমাণ করছে যে টিকটক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং যুক্তরাষ্ট্রে এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ক্রমেই বাড়ছে।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫