ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ না থাকলেও করা যাবে চ্যাট

১৬ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বর্তমানে কয়েকশ’ কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের মাধ্যম। প্রতিদিন গড়ে প্ল্যাটফর্মটিতে আদান-প্রদান হয় প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ। এর মধ্যে ছবি শেয়ার হয় প্রায় ৭০০ মিলিয়ন এবং ভিডিও ১০০ মিলিয়নেরও বেশি। নিয়মিত ভাবেই নতুন নতুন আপডেট নিয়ে নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট করা যাবে প্ল্যাটফর্মটিতে। অ্যাপ ইনস্টল করা না থাকলেও এই ফিচারে করা যাবে চ্যাট। 

মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম শিগগিরই চালু করতে যাচ্ছে ‘গেস্ট চ্যাট’ ফিচার। ওয়েবিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ ইতোমধ্যে ফিচারটির প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী চাইলে যিনি অ্যাপ ব্যবহার করেন না তাকে একটি লিঙ্ক পাঠাতে পারবেন। সেই লিঙ্কে প্রবেশ করেই ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে না।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই চ্যাটও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। যেমনটি হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে থাকে। অর্থাৎ অ্যাপ ছাড়াই চ্যাট নিরাপদ থাকবে এবং ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

তবে কিছু সীমাবদ্ধতাও থাকছে। লিঙ্কভিত্তিক এই চ্যাটে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না। এছাড়া ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানোর সুযোগও থাকবে না। হোয়াটসঅ্যাপ কল বা গ্রুপ চ্যাটের সুবিধা ব্যবহার করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র টেক্সট মেসেজ আদান-প্রদান করা যাবে।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫