কারিগরি ছাত্র আন্দোলন সভাপতিকে একহাত নিলেন আবরার ফাইয়াজ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ © টিডিসি সম্পাদিত

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মাসফিক ইসলাম সভাপতিকে একহাত নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। এ সময় সভাপতির বক্তব্যে ক্ষোভ প্রকাশও করে তিনি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি দেখলাম বলছে, ‘বিএসসিরা আমাদের থেকে উচ্চ ডিগ্রিধারী কিন্তু মেধাবী না, উচ্চতর ডিগ্রি থাকা মানেই বেশি মেধাবী না।’ 

আবরার ফাইয়াজ লেখেন, তো প্রশ্ন হলো, কে বেশি মেধাবী আর কে কম, তার নির্ণায়ক পরীক্ষার ফলাফল নাকি রাস্তা কে বেশি ব্লক করতে পারে সেটা? বিএসসিদের দাবিই তো ১০ম গ্রেডে ডিপ্লোমাদের সাথে পরীক্ষায় বসতে চাওয়া। ডিপ্লোমারা বেশি মেধাবী হলে তো পরীক্ষায় তারাই টিকবে!

তিনি আরও লেখেন, যে আন্দোলনের টপ লিডারদের বোধগম্যতাই এ লেভেলে, সেই আন্দোলনের সাথে যুক্তরা আলোচনার টেবিলে যুক্তিতর্ক উপস্থাপনে হেরে গিয়ে রাস্তা ব্লক করবে এটাই তো এক্সপেক্টেড। তাদের দাবিই এখন সরকার কোনো আলোচনা চালাতে পারবে না বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি নিয়ে। মামার বাড়ির আবদারের ডেফিনেশনেও তো এ দাবি ছোট হয়ে যাচ্ছে।

 

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫