খালেদা জিয়ার সুস্থতা কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে সাদা দলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় © টিডিসি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে সাদা দলের আহ্বায়ক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। পুরো বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। তিনি যেন সুস্থ হয়ে দেশকে পুনরায় নেতৃত্ব দিতে পারেন এবং নতুন বাংলাদেশ যেন তাঁর নেতৃত্বে এগিয়ে যেতে পারে, এ জন্য সবাই তার জন্য দোয়া করবেন।’

মাহফিলে সাদা দলের সদস্য এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা বলেন, ‘বাংলাদেশ সরকারে তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। মানুষের যখন কোনোকিছু করার থাকে না, তখন মানুষ আল্লাহর কাছে হাত পাতে। কারণ একমাত্র আল্লাহই সকল সমস্যা হতে মুক্তি দিতে পারেন। বর্তমান সময়ে খালেদা জিয়ার মতো যোগ্য নেতৃত্ব দিতে পারে, এমন কেউ নেই। তাই আমি সবার কাছে তাঁর জন্য দোয়াপ্রার্থী। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

এ সময় মাহফিলে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, অগ্নিবীণা হলের প্রভোস্ট হারুনুর রশিদ, প্রক্টর ড. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, তোফায়েল ইসলাম উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হাকিম।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫