প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা

১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খায়রুন নাহার লিপি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খায়রুন নাহার লিপি © ভিডিও থেকে সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন খায়রুন নাহার লিপি।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের আশ্বাস দিয়েছেন। তারা বেতন কমিশনে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন। পে- কমিশন থেকে এটি চূড়ান্ত হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি বড় বিজয়।

খায়রুন নাহার লিপি বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষেকদের ১১তম গ্রেডের বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেহেতু আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করব। একইসঙ্গে আমরা শ্রেণিকক্ষে ফিরব।

বাবা গণঅধিকারের ছেলে জাতীয় পার্টির, একই আসনে মনোনয়ন দাখিল দ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
র‌্যাবের নিপীড়নে ৯ বছর আগে নিহত শিবির নেতার বাবাকে সাথে নিয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গফরগাঁওয়ে রেল লাইনের পাত খোলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে ঢাকায় শীতের দাপট আরও বাড়তে পারে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন জমা দিতে পারলেন না হিরো আলম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক ভাই বিএনপি অন্য ভাই জামায়াতের, মনোনয়ন দাখিল দুইজনেরই
  • ২৯ ডিসেম্বর ২০২৫