এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়— এটা হাস্যকর: জামায়াত নেতা

১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ PM
শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন জামায়াত নেতা

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন জামায়াত নেতা © টিডিসি ফটো

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের একটি দাবি হলো- বাড়ি ভাড়া বৃদ্ধি। তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পান। এক হাজার টাকায় কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায়? এটা হাস্যকর শোনায়।’

সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষকরা যে দাবিগুলো করেছে, সেগুলো খুবই নগন্য হয়েছে। তাদের আরও বেশি দাবি করা দরকার ছিল। সামনে যারা নির্বাচিত হবেন, তারা আপনাদের দাবি দাওয়া আরও গুরুত্ব দেবেন।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকদের কাজ কলম দিয়ে লেখাপড়া করা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকা। তবে শিক্ষকদের দাবি মেনে না নেওয়ায়, শিক্ষকরা বাধ্য রাস্তাঘাটে নেমেছেন। এই অবস্থার শেষ হওয়া দরকার। তবে শিক্ষকদের দাবি না মানা হলে তারা ঘরে ফিরবেন না। অবিলম্বে প্রধান উপদেষ্টার উচিত শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফেরার ব্যবস্থা করা।’

তিনি আরও বলেন, ‘গতকাল শিক্ষকদের ওপর টিয়ারশেল নিক্ষেপ, লাঠিপেঠা করা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশকে দিয়ে লাঠিপেঠা করা ঠিক হয়নি। শিক্ষকরা সম্মানিত ব্যক্তি। সেই ব্যক্তিদের পুলিশ দিয়ে লাঠিপেটার ঘটনা যেন আর না ঘটে।’

জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সভার ডাক উপদেষ্টা পরিষদের
  • ২৯ ডিসেম্বর ২০২৫