৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে, পাঠদান বন্ধ

১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৯ PM
শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষকদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত ছবি

তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে। শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে , শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, উৎসব ভাতা ৭৫% করে প্রজ্ঞাপন জারি করা। এদিকে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের পাঠদান।

সোমবার (১৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে । এসময় তারা গতকাল প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান ।

সকাল থেকে দেশের  বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে  জড়ো হতে থাকেন।  'তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক', 'শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই', '২০ শতাংশ বাড়ি ভাড়া, মানতে হবে, মানতে হবে' ইত্যাদি স্লোগান দেন তারা। 

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম সফি মাহমুদ বলেন, ‘আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন এসেছি ঢাকার সমাবেশে যোগ দিতে ৷ বাকি শিক্ষকেরা আজকে শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শ্রেণি কার্যক্রমে কেউ অংশ নিবেন না । কর্মবিরতি কর্মসূচির অংশ হিসাবে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে ।‘

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর মহাবিদ্যালয়ের প্রভাষক মৌলদ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস কার্যক্রম চলমান আছে । কিন্তু সকল ধরনের পাঠদান কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকেরা । আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাবো ।‘

এর আগে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘ জনদুর্ভোগ এড়াতে প্রেসক্লাব থেকে সরে  আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।‘

 

 

শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫