হামলার নিন্দা জানিয়ে শিক্ষকদের দাবি মেনে নিতে বলল ছাত্র ইউনিয়ন

১২ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১২ অক্টোবর) ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন। 

আরও পড়ুন : আবু সাঈদ স্টাইলে জলকামানের সামনে বুক পেতে দাঁড়ালেন শিক্ষক

নেতারা বলেন, ‘শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত ন্যক্কারজনক। দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছুঁড়েছে। 

শিক্ষকদের নিগ্রহ, তাদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা সময়েই শিক্ষকদের ওপর আক্রমণ এসেছে। শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। 

অবিলম্বে শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে। শুধু আজকের হামলার নয়, পূর্ববর্তী সকল হামলার বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শিক্ষকদের যে ন্যায্য দাবি, এমপিওভুক্তিকরণ, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি তা অবিলম্বে মেনে নিতে হবে। শিক্ষকদের দাবিদাওয়া পূরণে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, পদ ১০, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নির্বাহী আদেশে বুধবার একদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার তথ্যটি গুজব, রাতেও তিনি ডায়াল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের শোক ঘোষণা, পে স্কেলের দাবিতে …
  • ৩০ ডিসেম্বর ২০২৫