ঢাবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নিন্দা

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ AM
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি এবং ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

শিক্ষকদের সঙ্গে এমন ঘটনাকে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক।

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দায়িত্বরত সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়ার (মোনামি) সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কয়েকজন নেতা উচ্চকণ্ঠে বিতর্কে জড়ান। এক পর্যায়ে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা মিডিয়ার সামনেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এই শিক্ষককে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করার হীন অপচেষ্টা চালান। বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম নেতৃবৃন্দ  এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, একজন নারী শিক্ষককে প্রকাশ্যে এভাবে মব সৃষ্টি করে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইউটিএফ জানিয়েছে, সিনেট ভবনে নির্বাচনের ভোট প্রদান পরবর্তী সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নেতৃত্বে উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে মিডিয়ার সামনে ছাত্রদল ঢাবি শাখার সভাপতির অত্যন্ত অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। 

আরও বলা হয়েছি, এ ধরণের ঘটনা সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এধরণের অবমাননাকর ঘটনা ছাত্র দায়িত্বশীল নেতৃত্ব থেকে সরাসরি সংঘটিত হওয়া  বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশের জন্য চরম হুমকি। আমরা এধরণের অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিকারী প্রদানকারী শিক্ষকগণ (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)-

১) অধ্যাপক ড.  মো: সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
২) অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩) অধ্যাপক ড.খোঃ লুৎফুল এলাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
৪) অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫) অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় 
৬) অধ্যাপক ড. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
৭) অধ্যাপক ড. মো: শামসুজোহা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮) অধ্যাপক ড.  আবু খায়ের মোকতাদিউল বারী চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯) অধ্যাপক ড. মো. সোহাইবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০) মো: কবীর উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১১) ড. এএফজি মাসুদ রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়
১২) শেখ মো:রোকনুল ইসলাম, ডুয়েট
১৩) অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪) সাঈদ বিন কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
১৫) মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬) মোহাম্মদ ফায়সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
১৭) অধ্যাপক ড. মো: মমতাজুর রহমান, আইইউবিএটি 
১৮) ড. মো: মনজুর হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
১৯) শাহ্ মো: তানভীর সিদ্দিকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২০) ড. মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
২১) ড. মোঃ শামিম মন্ডল, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
২২) মো: আলমগীর কবীর রাজ্জাকী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ
২৩) কাউছার আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়।
২৪) রাশেদ মাহমুদ, পিএইচডি গবেষক, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি
২৫) মোঃ লিমন হোসেন, গণ বিশ্ববিদ্যালয়
২৬) মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
২৭) মাহবুব আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়
২৮) মো: সোহেল রানা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
২৯) ড.শামীম হামিদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 
৩০) হাসান মাহমুদ সাকী, খুলনা বিশ্ববিদ্যালয়
৩১) আব্দুল বশির, উত্তরা বিশ্ববিদ্যালয়
৩২) মোহাম্মদ রবিউল ইসলাম, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
৩৩) মহিবুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৪) অধ্যাপক ড. মো: আব্দুল্লাহহিল বাকী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 
৩৫) অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার, নিপসম
৩৬) মো: জামিউল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
৩৭) মোঃ জিল্লাল হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৩৮) ড. ইকবাল সরোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩৯) ড. মুহাম্মদ শামসুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৪০) মো: ইউসুফ আলী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৪১) দিদার মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
৪২) মোহাম্মদ সোহাইব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
৪৩) অধ্যাপক ড. মোঃ মোমিনুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪৪) মিসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৫) আসাদুজ্জামান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৪৬) ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরা বিশ্ববিদ্যালয়
৪৭) মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে চাকরি, আবেদন ১০ জানুয়ারি পর্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন আলোচনায় অগ্রগতি, তবে এখনো কিছু জটিল ইস্যু আছে, বললে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫