ছাত্রদলের লোগো © সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি হীন কুটিল ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে ছাত্রদল।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এ রকম ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা নির্বাচন বানচালের একটি হীন কুটিল ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শরীফ ওসমান হাদির ওপর এ ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রার্থী ও ভোটারের নিরাপত্তা বিধানের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।’
উল্লেখ্য আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।