রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবিরের হাতাহাতি

১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
ছাত্রদল ও ছাত্রশিবিরের হাতাহাতি

ছাত্রদল ও ছাত্রশিবিরের হাতাহাতি © সংগৃহীত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ইসলামী ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী বহিরাগত কয়েকজনকে নিয়ে কলেজে প্রবেশ করছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের দুজন করে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিন রেজা বলেন, তারা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তারা অধ্যক্ষের কাছে অনুমতি নিতে যান। তখন তাদের পরিচয়পত্র দেখতে চান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, শিবির এই কলেজে আমার কবর দেবে বলে হুমকি দিয়েছে। শিবিরের সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে এসে আমাদের কর্মীদের নির্যাতন করেছে। সিটি কলেজে তারা অরাজকতা করতে চাচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। 

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন। 

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫