সহাবস্থানের সংস্কৃতি গড়তে বাম ছাত্রনেতাদেরকে বই উপহার ছাত্রদল নেতার

১০ নভেম্বর ২০২৫, ১২:২৬ PM
বাম নেতাদের হাতে বই তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা জাহিদ শাকিল

বাম নেতাদের হাতে বই তুলে দিচ্ছেন ছাত্রদল নেতা জাহিদ শাকিল © টিডিসি

সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাদেরকে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংশ্লিষ্ট’ বই উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল। রবিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনগুলোর নেতাদের হাতে এ বই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোজাম্মেল হকসহ অন্যরা।

আরও পড়ুন: সিনিয়র উপদেষ্টারা আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন: রাশেদ খাঁন

উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে- হেদায়েত হোসেন মোর্শেদের লেখা 'একজন জিয়া'; ড. আব্দুল লতিফ মাসুমের '৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান' এবং ড.হাসান প্রধানের লেখা '১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা'।

এ কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা জাহিদ শাকিল বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এখানে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষাও দেয়। ক্যাম্পাসে সহাবস্থান হলো মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে পথ চলা। ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকলে গড়ে উঠবে মুক্তচিন্তা, গবেষণা ও মানবিক মূল্যবোধের পরিবেশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।

খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫