৫ নেতাকে সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি

১০ নভেম্বর ২০২৫, ১২:৪৭ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক  আহাম্মদ তায়েবুর রহমান (হিরন)সহ ৫ নেতাকে প্রাথমিক সদস্যপদ এবং সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে দলটির কেন্দ্রীয় সংসদ। 

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

এর আগে, বিকেল থেকে গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দু'পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে দুপক্ষই পৌর শহরের আলাদা স্থানে সভার আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে দুপক্ষের নেতাকর্মীরা নিজ নিজ মিছিল নিয়ে যাওয়ার পথে পৌর শহরের পাটবাজার এলাকায় সংঘর্ষ বেঁধে যায়। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় সভার মঞ্চ, বেশ কিছু মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫