যে পরিকল্পনায় লঙ্কা জয়, জানালেন সাইফ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করেছে টাইগাররা। তবে এতেও সন্তুষ্ট নন জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান। ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। কিন্তু ম্যাচ শেষে জানালেন, উদযাপন নয়, এখন তার সব মনোযোগ ভারতের বিপক্ষে আগামী ম্যাচে। একই সঙ্গে ভারতের বিপক্ষে কেবলই লড়াই নয়, জয়-ও তুলে নিতে চান।

সাইফ বললেন, ‘এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের (ভারত) ম্যাচ।’
এই ব্যাটিং অলরাউন্ডার যোগ করলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে সাইফ বললেন, ‘উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল যে, পাল্টা আক্রমণ করব। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, আমরা টিম মিটিংয়ে বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে পরের বলটা কী হতে পারে এবং সেটাই আমাকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।’

স্বাভাবিকভাবে মোস্তাফিজের প্রশংসা ঝরল সাইফের কণ্ঠে। তার ভাষ্যমতে, ‘ফিজ (ভাই) বোলিং তো সবসময়ই অসাধারণ। উনি গত কয়েক মাস ধরেই খুব ভালো ছন্দে আছেন। আজকের ম্যাচেও উনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি একজন বিশ্বমানের বোলার এবং এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।’ 

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায় ২০২৫: মবে শুরু, গুলিতে শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫