রাজশাহী কলেজে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ PM
রাজশাহী কলেজ মাঠে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়

রাজশাহী কলেজ মাঠে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় © টিডিসি

রাজশাহী কলেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর বিকেল সাড়ে ৪টায় রাজশাহী কলেজ মাঠে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। 

এ সময় ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও আধিপত্যবাদবিরোধী সোচ্চার কণ্ঠস্বর ছিলেন শহীদ ওসমান হাদী। পাঁচ বছর নয় মাত্র কয়েক কয়েক মাসের ব্যবধানে আল্লাহ তার মাধ্যমে শত শত প্রভাব সৃষ্টি করেছেন। আমরা শপথ গ্রহণ করতে এসেছি। যে মাটিতে শহীদ আবু সাঈদ, মুগ্ধ আলী রায়হানের রক্ত ঝরেছে শহীদের রক্ত ঝরা এই মাটির এক ইঞ্চিও আধিপত্যবাদের জন্য ছেড়ে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমরা ওয়াদাবদ্ধ হই আধিপত্যবাদবিরোধী সংগ্রাম করে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে আমরা নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা চাই। যারা আধিপত্যবাদ পক্ষের শক্তি তাদের হুঁশিয়ার করে দিতে চাই, জীবন দেব কিন্তু জুলাই দেব না।’

ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির বলেন, ‘ভারত শহীদ হাদীর খুনিকে আমাদের হাতে তুলে দেয়নি, এমনকি ফ্যাসিস্ট হাসিনাকেও ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে।’

তিনি আরও বলের, ‘এক ওসমান হাদিকে হত্যা করলে বাংলাদেশ থেকে আধিপত্যবাদীবিরোধী শক্তিকে দমানো যাবে না। তরুণরা জেগে উঠবে বাংলাদেশকে আধিপত্যবাদবিরোধী শক্তির হাত থেকে রক্ষা করতে।’

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শিবির নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গায়েবানা জানাজা চলাকালে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক জহির রায়হান ও রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমসহ অন্যান্য নেতা।

হাদির এ গায়েবানা জানাজায় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫