ডাকসু নেত্রী জুমাকে ‘হাদির বউ’ আখ্যা কুবি ছাত্রদল নেতার

১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ AM
কুবি ছাত্রদল নেতা

কুবি ছাত্রদল নেতা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে শরিফ ওসমান হাদির ‘বউ’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান রাব্বানীর বিরুদ্ধে।

জানা গেছে, শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল 'বাংলা ভিশন' এর ফেসবুক পেইজে 'ওসমান হাদি একজনই, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না-জুমা' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওর কমেন্টে আশিকুর রহমান রাব্বানী জুমাকে ইঙ্গিত করে বলেন, 'তার বউয়ের ভূমিকায় দেখছি’। তার এ মন্তব্যটি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আশিকুর রহমান রাব্বানী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি পড়াশোনা শেষ করে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত তার ফেসবুক পোস্টে লেখেন, 'লোকটার নাম আশিকুর রহমান রাব্বানী। এই বিকৃত মস্তিষ্কের লোকটা আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন সাবেক শিক্ষার্থী। আবার সে নাকি কুবি শাখা ছাত্রদলের একজন নেতাও। একটা নারী যখন তার ভাইয়ের জন্য শোকে মূর্ছাগত, তখন এমন জঘন্য মন্তব্য কীভাবে করা যায়?'

তিনি আরও লেখেন, “কিছুদিন পর এরাই আবার ক্ষমতায় আসছে, এমন কথা শুনলে ভয় লাগে। এই বিকৃত মানসিকতার মানুষরা ক্ষমতায় গেলে পরিস্থিতি কেমন হবে, তা সহজেই অনুমেয়। কোনো রাজনৈতিক দলকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু একটি লজ্জাজনক বাস্তবতা তুলে ধরলাম, যেন সবাই চিনে রাখে, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিকৃত মানসিকতার এলামনাইদের।”

যে ভিডিওতে রাব্বানী মন্তব্যটি করেন, সেখানে ফাতিমা তাসনিম জুমাকে বলতে দেখা যায়, “ওসমান হাদি ভাই একজনই। আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট আমি চাই না। আমি আমার ভাইকে ফেরত চাই, এবং আমি আমার ভাইকে ফেরত আনব। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে যেভাবে আমার ভাই কথা বলতেন, আল্লাহ যেন তাকে সেভাবেই আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই দোয়া করবেন। দল-মত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত।”

এ ধরনের অবমাননাকর ও করুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার প্রতিবাদলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম বলেন, 'গতকাল জুমাকে কেন্দ্র করে নারী বিদ্বেষী বিভিন্ন ধরনের কমেন্ট, পোস্ট, নিকৃষ্ট শব্দচয়ন দেখে আমরা খুবই ব্যথিত হয়েছি। এসব কাজে লীগও জড়িত ছিলো আবার আমাদের জুলাইয়ের শক্তিরাও! পিক টাইমে জুমার বক্তৃত্য ছিলো প্রাসঙ্গিক, কিন্তু পদলেহনকারী কিছু মহল হতাশার জন্ম দিয়েছে। আমাদের কুবির কতিপয় বাবার বয়সী ছাত্রনেতারাও নারী বিদ্বেষী একাজে অগ্রগণ্য, তীব্র নিন্দা জানাই। সবারই সহনশীল হওয়া উচিত এবং উচিত নারীদের সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করা।'

এ বিষয়ে অভিযুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান রাব্বানীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
  • ২৯ ডিসেম্বর ২০২৫
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ১৫ জানুয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনটিআরসিএ-শিক্ষা মন্ত্রণালয় সভা কাল
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
একদিনও প্রচারণা না চালিয়ে টিকিট পাচ্ছেন এনসিপির আলী নাসের?
  • ২৯ ডিসেম্বর ২০২৫