শিক্ষক সংকটে স্থবির কুবির ফার্মেসি বিভাগ, সেশনজট থেকে বাঁচতে চান শিক্ষার্থীরা

০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে © টিডিসি

পরীক্ষা শেষ হওয়ার সাত মাস পার হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগটি। ফলাফল না হওয়ায় দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসতে পারছেন না ওই বর্ষের শিক্ষার্থীরা। ফলে নতুন করে সেশনজট তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে বিভাগ বলছে, শিক্ষক সংকটের কারণে এখনো ফলাফল হয়নি। 

বিভাগীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মে ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীরা প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার ৭ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে তাদের পরিক্ষায় বসার কথা থাকলেও তা করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে, ‘পরীক্ষা শেষ হওয়ার ৮ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তবে ফাইনালের জন্য ১০ সপ্তাহ পর্যন্ত সময় থাকে।’

শিক্ষার্থীদের মতে, পরীক্ষা শেষ হওয়ার এত দিন পরেও ফল না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় আছেন। এতে পড়াশোনা পিছিয়ে যাচ্ছেন। এমনকি পরবর্তী সেমিস্টারও আটকে আছে। এভাবে চলতে থাকলে সেশনজটে পড়ার আশঙ্কা করছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফার্মেসি বিভাগে মোট ১২ জন শিক্ষক থাকলেও এর মধ্যে ৭ জন বর্তমানে ছুটিতে আছেন। ফলে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে পুরো বিভাগ পরিচালনা করা হচ্ছে।

বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘মাত্র তিনজন শিক্ষক দ্বারাই পরিচালিত হচ্ছে ফার্মেসি বিভাগ। আমাদের প্রায় ৬টি ব্যাচ রানিং রয়েছেন। গেস্ট টিচার দিয়ে ক্লাস-পরীক্ষা নিতে হয়, ফলে রেজাল্ট প্রকাশ করতে বিলম্ব হয়। আমাদের বিভাগে শিক্ষক সংকট থাকায় এই সমস্যাটা হচ্ছে। তবে, ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে খুব শিগিগির আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫