দুটি বিভাগ খোলার অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়

১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুটি অনুষদের অধীনে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে ইউজিসি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুটি অনুষদের অধীনে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুটি অনুষদের অধীনে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন বিভাগ দুটিতে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ খোলার অনুমোদন দেয়া হলো। বর্ণিত দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ হলো আইন অনুষদে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।

শর্তাবলির মধ্যে রয়েছে-
১. ইউজিসি কর্তৃক গঠিত পরিদর্শন কমিটির (প্রযোজ্য ক্ষেত্রে) পরামর্শ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: গুরু সক্রেটিসকে বানানো হয়েছে শিষ্য প্লেটোর বইয়ের লেখক!

২. নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠনপূর্বক (যদি ইতোপূর্বে করা না হয়ে থাকে) কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে।

৩. আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনপূর্বক কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসরণ করে এ সংক্রান্ত অন্যান্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫