সিন্ডিকেট সভায় অনুমোদন পেল বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের

২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের পথে বড় অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় বাকসুর গঠনতন্ত্র অনুমোদন পেয়েছে। এখন শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় বাকসু গঠনতন্ত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইংরেজি নাম হবে Barishal University Central Students Union (BUCSU) এবং এর বাংলা নাম হবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। 

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে বাকসুর খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে প্রশাসনের কালক্ষেপণ নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাকসুর খসড়া গঠনতন্ত্র সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে পাস করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে,বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষামন্ত্রালয়ে পাঠানো হবে। তারপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘আজকে সিন্ডিকেটে ছাত্র সংসদের গঠনতন্ত্র পাস হয়ে গেছে। বাকি প্রক্রিয়াগুলো শেষে দ্রুতই বাকসু অনুষ্ঠিত হবে আশা করি।’

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫